সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে মনিটরিং এর অংশ হিসাবে জনসাধারণের মুখে মাস্ক পরিধান, পরিবহনে স্বাস্থ্য বিধি নিশ্চিত ও সচেতনতার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার লাখাই উপজেলার বুল্লা বাজার, কালাউক বাজার ও বামৈ বাজারে স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। এসময় তিনি বাসা বাড়িতে ব্যবহৃত এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রেতাদের দোকানে সিলিন্ডারের মুল্য সংক্রান্ত কাগজপত্র পরখ করেন। সেই সাথে গণপরিবহনে মাস্ক বিহীন যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা চালান এবং জনগণের উদ্দেশ্যে সরাসরি হ্যান্ড মাইকে দিকনির্দেশনা প্রদান করেন।
অপরদিকে ময়লা ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য পরিবেশ ও বিক্রির দায়ে হোটেল মালিক সহ মাস্ক পরিধান না করার দায়ে ও স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে উপজেলার বুল্লাবাজার এবং কালাউক বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জনকে অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com