স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের সুশান সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা পুলিশের এস.আই আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ঝারু মিয়া (৪২), বিল্লাল মিয়ার ছেলে আনু মিয়া (৩২) ও মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের ফরাশউদ্দিনের ছেলে শরীফ উদ্দিনকে (২০) আটক করে। তাদের দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com