স্টাফ রিপোর্টার ॥ ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুল। গতকাল ঘোষিত ফলাফলে এ প্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুর রকিব জানান- এ বছর বিদ্যালয়ের ১৬৮৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৬৬ জন। তন্মধ্যে ৫ জন ট্যালেন্টপুলসহ ৪৯ জন বৃত্তি লাভ করেছে। বিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের বন্যা। তিনি দাবি করেন ফলাফলে তাঁর প্রতিষ্ঠানই সেরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com