স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সদস্য মোঃ কিম্মত আলী গতকাল মঙ্গলবার রাত ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়াস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বেলা ২টায় তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সদস্য মোঃ কিম্মত আলীর অকাল মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী বলেন, মরহুম কিম্মত আলী ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে তিনি আমাদের সাথে সবসময় অংশগ্রহণ করেছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com