নবীগঞ্জের কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে ॥ কুশিয়ারা নদীটি খুবই গুরুত্বপূর্ণ নদী। এ নদীর উভয় তীর রক্ষায় ইতোমধ্যে ৫১৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর কাজ এগিয়ে যাচ্ছে। একনেকে অনুমোদনের পরপরই শুরু হবে প্রকল্পটির কাজ। পানি উন্নয়ন বোর্ডের প্রতিটি কাজ ধীরস্থিরভাবে, প্লান করে করতে হয়। অনেক বিবেচনা করতে হয়, নদীর গতিবিধি লক্ষ্য করে করে চিন্তা ভাবনা করে কাজ শুরু করতে হয়। তবে কুশিয়ারা নদীর দু’পাড় রক্ষায় বাঁধের কাজ কবে নাগাদ কাজ শুরু হবে তা নির্দিষ্ট করে বলা যাবে না। শনিবার সকালে নবীগঞ্জের কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন- ‘কুশিয়ারা নদীর বাঁধ সংস্কার ও খনন করলে নবীগঞ্জবাসী প্রতি বছর বন্যার জন্য যে দুর্ভোগ পোহায় তা থেকে রক্ষা পাবে। এছাড়া পর্যায়ক্রমে বিবিয়ানা নদীও খনন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গাজী মোঃ শাহ নওয়াজ মিলাদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক প্রমূখ।