বাংলাদেশের মতো সম্প্রীতি পৃথিবীর কোথাও নাই, আমরা সংখ্যালঘুদের দেখে রাখি
স্টাফ রিপোর্টার ॥ পর্যায়ক্রমে খোয়াই নদীর তীরে দখলদারদের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও হবিগঞ্জ শহর রক্ষার জন্য খোয়াই নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেয়া হবে। ঝুকিপূর্ণ নদীর বাঁধে গাইড ওয়াল দেয়া হবে। নদীগুলো রক্ষা করার জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। দ্রুত তা বাস্তবায়নের কাজ শুরু করা হবে। শনিবার সকালে হবিগঞ্জের নতুন ও পুরাতন খোয়াই নদী প্রকল্প এলাকা পরিদর্শন করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুরাতন খোয়াই নদীর প্রকল্প অনেক বড়। শহর রক্ষা করার জন্য নতুন খোয়াই নদীতেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেয়া হবে। সবগুলো একই প্রকল্পে নেয়া হয়েছে। হবিগঞ্জ শহরবাসীকে ভাল রাখার জন্য যত দ্রুত সম্ভব প্রকল্প বাস্তবায়ন করা হবে। নদী ভেঙ্গে যাতে গ্রাম বা শহর প্লাবিত না হয় সেদিকে সরকারের খেয়াল আছে। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি কাজই সময়সাপেক্ষ। কারণ এগুলো সরেজমিন দেখতে হয়, প্ল্যানিং করতে হয়। এরপর অনেক প্রক্রিয়া শেষে কাজ শুরু করতে হয়। এখানে জেলা প্রশাসক যেভাবে কাজ করছেন অন্যান্য জেলায় যদি তাঁর মতো আন্তরিক জেলা প্রশাসক পাওয়া যেতো তবে অবৈধ কোন স্থাপনা থাকতো না। একটি প্রকল্প হয়ে গেলে জেলা প্রশাসক থাকুক বা না থাকুক কোন সমস্যা হবে না। এটি বাস্তবায়ন হবেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে প্রিয়া সাহার নালিশ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের ব্যাপারে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বাংলাদেশের মতো সম্প্রীতি পৃথিবীর কোথাও নাই, আমরা সংখ্যালঘুদের দেখে রাখি। আমরা যেভাবে তাদের উৎসবে যাই, তারা আমাদের উৎসবে আসে সে নজিরও পৃথিবীর কোথাও নেই।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ। দুপুরে প্রতিমন্ত্রী নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।