স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় এ.আর ফ্যাশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ.আর ফ্যাশনের কর্মচারি বিশ্বজিৎ দাস জানান, শনিবার মার্কেট বন্ধ ছিল। সকালে মার্কেট পরিস্কার করার জন্য খুললে হঠাৎ করে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে তাকে দোকান থেকে বের করে দেয়। পরে তারা কোন কিছু বুঝে উঠার আগেই হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান ও এসআই আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারিরা পালিয়ে যায়। তারা যাওয়ার সময় দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই দোকানের মালিক লন্ডন প্রবাসি আলহাজ্ব আব্দুর রহমান। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হামলাকারিদের গ্রেফতারের দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com