স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের এক ছাত্র ও হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামের বাসিন্দা, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র ও একই গ্রামের বাসিন্দা, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী গত ১৭ জুলাই আজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এরপর মেয়েটির পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট থানায় অভিযোগ দেয়া হয়। সূত্র আরো জানায়, ৩ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রায়ই তারা একসাথে কলেজে আসা যাওয়া করত এবং বিভিন্ন স্থানে বেড়াতে যেত। মেয়েটির পরিবার বিষয়টি আঁচ করতে পেরে তাদের প্রেমে বাধা দেয় এবং ছেলেটির সাথে কথা বলতে নিষেধ করে। কিন্তু সকল বাধা পেরিয়ে প্রেমিকযুগল বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়েটিকে উদ্ধার করার জন্য চুনারুঘাট থানার ওসি তদন্ত আশরাফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। তিনি জানান, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। অচিরেই উদ্ধার করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com