ঢাকায় ডাঃ জাহিদের সাথে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির পরামর্শ সভা

এক নেতাকে একাধিক পদে থাকতে দেয়া হবে না

স্টাফ রিপোর্টার ॥ দ্রুত হবিগঞ্জের সকল উপজেলা বিএনপি’র কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপি’র কাউন্সিল করার তাগিদ দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবার দলকে নতুনভাবে সাজাতে প্রত্যেক ইউনিটের নেতাদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবে বিএনপি।
গতকাল শনিবার ঢাকায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হবিগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সাথে পরামর্শ সভা করেন হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি জেলা বিএনপির নেতাদের দ্রুত হবিগঞ্জ জেলার সকল উপজেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপি’র কাউন্সিল করার তাগিদ দেন। এ সময় কেন্দ্রীয় এই নেতার উপস্থিতিতে আগামী ২৭ জুলাই আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা শহরের যে কোন স্থানে সভা করার সিদ্ধান্ত নেয়া হয় এবং ২৯ জুলাই শায়েস্তাগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, হবিগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হাসিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ জি কে গউছ, যুগ্ম আহ্বায়ক শেখ সুজাত মিয়া, এম ইসলাম তরফদার তনু, ডাঃ আহমুদুর রহমান আবদাল, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, অ্যাডভোকেট নুরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক ও আব্বাস উদ্দিন।
অপরদিকে বিএনপি’র গঠনতন্ত্রে এক নেতার এক পদ থাকার বিধান থাকলেও দীর্ঘদিন ধরে তা বাস্তবায়ন করা হচ্ছে না। এবার এক নেতার এক পদ বাস্তবায়ন করতেও কাজ করছে বিএনপি কেন্দ্রীয় সংসদ। ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটির অনেক নেতাই স্থানীয় পদ ছেড়ে দিয়েছেন। হবিগঞ্জে বিএনপি’র বেশ কয়েকজন নেতার একাধিক পদ রয়েছে। কোন কোন নেতা দলের মাতৃ সংগঠনের, পৌর, উপজেলা, জেলা, কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। তাদের মধ্যে অনেকেই অঙ্গ সংগঠনেরও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এবার সেসব নেতাদের একটি পদ বেছে নিতে হবে বলে দলটির বিশ^স্ত সূত্র নিশ্চিত করেছে।