স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মহিলা কলেজ রোড থেকে এক কিশোরীকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়েছে লম্পট যুবক। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ইকবাল মিয়া (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। আটক ইকবাল বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের লাল মিয়ার পুত্র। তবে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
সূত্র জানায়, শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং চানপুর গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরী হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিল। পথে রাজনগর মহিলা কলেজ রোড এলাকায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইকবাল মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন ছেলেটিকে আটক করে পুলিশে খবর দিলে এসআই শাহিদ মিয়া তাকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যান। আটক ইকবালের দাবি মেয়েটির সাথে তার সাথে প্রেমের সম্পর্ক আছে। সম্প্রতি মেয়েটি তাকে এড়িয়ে চলছিল। ওই সময় সে মেয়েটিকে তার প্রেম কেন প্রত্যাখ্যান করল তা জিজ্ঞেস করছিল। এ ব্যাপারে এসআই শাহিদ মিয়া জানান, মেয়েটির অভিযোগ তাকে অপহরণের চেষ্ট করছিল ইকবাল।
অপহরণের চেষ্টাকারী যুবককে আটক করে পুলিশে সোপর্দ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com