স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে জি কে গাফফার পুনরায় সভাপতি ও আলী আকবর সাবাজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার স্থানীয় বার লাইব্রেরীতে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে জি কে গাফফার ছাতা প্রতীক নিয়ে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তাজুল ইসলাম টেনু বটগাছ প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। সহ সভাপতি পদে আব্দুল কাদির আনারস প্রতীকে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুস সোবহান তালুকদার কাঠাল প্রতীকে ৩৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক আলী আকবর সাবাজ মোরগ প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জিয়াউর রহমার জিতু হরিণ প্রতীকে ৩৩ ভোট পেযেছেন। লাইন সম্পাদক পদে বদরুল আলম হারুন হাঁস প্রতীকে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুমন মিয়া বক প্রতীকে ২৫ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক পদে ফারুক মিয়া ও সদস্য পদে গোলাম রাব্বানী সিতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ আরব আলী ফলাফল ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির নির্বাচন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com