স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বানিয়াচঙ্গ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীনের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ১৬ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাঁর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। উল্লেখ্য গত বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীনকে বহিস্কার করা হয়েছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com