স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের প্রতিটি উপজেলার দরিদ্র ও অসহায় লোকজনকে মানবিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে ‘বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে’। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষ এবং কলেজের দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে যুক্তরাজ্য কমিউনিটির প্রিয় মুখ সাবেক ছাত্রনেতা তরুণ সমাজসেবক আফজল চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ‘বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের’ পক্ষ থেকে মানবিক সহযোগিতার উপহার সহায়তা সামগ্রী প্রদান শুরু করা হয়েছে। মাধবপুর পৌরসভা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক সহযোগিতা কার্যক্রমে উপস্থিত থেকে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাধবপুর, চুনারুঘাট জোনের ট্রাফিক পরিদর্শক ফারুক আল মামুন ভুইয়া, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তরুণ সমাজসেবক যুবনেতা বিপ্লব রায় সুজন, মাধবপুর পৌরসভার প্যানেল মেয়র দুলাল খাঁ, মাধবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, বহরা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মো: মোজাম্মেল হক নিপন, মাধবপুর উপজেলার বিএনপির যুগ্ন আহবায়ক ফজলে ইমাম, ইয়ং মেন্স হবিগঞ্জ এর সাবেক অধিনায়ক ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইমুন হোসেন চৌধুরী, হবিগঞ্জের তরুন ব্যবসায়ী উৎপল রায়, সুলতান আহমেদ, শ্যামল কান্তি দাস, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিদ্যুৎ মজুমদার প্রমুখ। মাধবপুর উপজেলায় সার্বিক সহযোগিতার জন্য কার্যকরী কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় যুক্তরাজ্য কমিউনিটির প্রিয় মুখ সাবেক ছাত্রনেতা, তরুণ সমাজসেবক আফজল চৌধুরীকে। পাশাপাশি সহযোগী সমন্বয়কারী হিসেবে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তরুণ সমাজসেবক যুবনেতা বিপ্লব রায় সুজন ও ইয়ং মেন্স হবিগঞ্জ এর সাবেক অধিনায়ক ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইমুন হোসেন চৌধুরীকে মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংগঠনের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম ও কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী কার্যকরী কমিটির পক্ষ থেকে এই কার্যক্রমে যারা সহযোগিতা ও অংশগ্রহণ করেছেন সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বৈশ্বিক এই মহামারীতে দেশ ও প্রবাসের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, মাধবপুর উপজেলার এর নির্ধারিত সহযোগিতার পরিমাণ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষদের মানবিক মূল্যবোধ থেকে মাধবপুর এর সার্বিক সহযোগিতায় যুক্তরাজ্য কমিউনিটির প্রিয় মুখ সাবেক ছাত্রনেতা আফজল চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে তহবিল বাড়িয়ে সকল ধর্মের অধিক সংখ্যক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন।