স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কৃষক পার্টির হবিগঞ্জ জেলার সহ-সভাপতি ও জেলা জাপা নেতা আলহাজ্ব গোলাম রাব্বানী ফরিদ ইন্তেকাল করেছেন। তিনি সোমবার রাত ১০টায় শহরের রাজনগরস্থ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের ১ম জানাজার নামাজ রাজনগর জামে মসজিদে ও ২য় জানাজার নামাজ রাজনগর কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়। পরে রাজনগর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জাপা নেতা গোলাম রাব্বানীর ফরিদের মৃত্যুতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পাল ও জেলা সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জেলা জাপা নেতা গোলাম রাব্বানী ফরিদ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের ছোট ভাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com