স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হবিগঞ্জের প্রতিটি উপজেলার দরিদ্র ও অসহায় লোকজনকে মানবিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে ‘বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে’। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলার শাযেস্তাগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষ এবং কলেজের দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে টিম বাহুবল এর তত্ত্বাবধানে ‘বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের’ পক্ষ থেকে মানবিক সহযোগিতার নগদ অর্থ বন্টনের কার্যক্রম শুরু করা হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলার জেলাব্যাপী মানবিক সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরানের সভাপতিত্বে এবং সাংবাদিক মামুন চৌধুরীর উপস্থিতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে কলেজের ছাত্রছাত্রীসহ ‘বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের’ পক্ষ থেকে উপহার সহায়তা বিতরণ করা হয়। এই মহতি আয়োজনের সহযোগিতায় ছিলেন ইমরানুল হক শাকিল এবং মোনায়েম ইসলাম সুহেল। টিম শায়েস্তাগঞ্জ উপজেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে কার্যনির্বাহী কমিটির অন্যতম সহ সভাপতি শরীফ ইমন, প্রচার সম্পাদক সজীব চৌধুরী, সহ তথ্য গবেষণা সম্পাদক ফরহাদ আলম, অন্যতম সদস্য আল মনসুর সোহাগ। সংগঠনের সভাপতি আলী নেওয়াজ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম ও কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী কার্যকরী কমিটির পক্ষ থেকে এই কার্যক্রমে যারা সহযোগিতা ও অংশগ্রহণ করেছেন সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বৈশ্বিক এই মহমারীতে দেশ ও প্রবাসের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, টিম শায়েস্তাগঞ্জ এর নির্ধারিত সহযোগিতার পরিমাণ উপজেলার অসহায় ও দরিদ্র মানুষদের কথা চিন্তা করে টিম শায়স্তাগঞ্জ সমন্বয়ের মাধ্যমে তাঁরা ব্যক্তিগতভাবে তহবিল বাড়িয়ে সকল ধর্মের অধিক সংখ্যক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বন্টন করেন।