স্টাফ রিপোর্টার ॥ লাইসেন্স না থাকায় ও পরীক্ষা ছাড়া ভূয়া টেস্ট করায় হবিগঞ্জ শহরের কোর্টস্টেশন রোড এলাকার হবিগঞ্জ হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া একই অপরাধে শহরের শায়েস্তানগর রোডের এভারগ্রীন ডায়াগনস্টিককে ৫ হাজার জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্রামম্যান আদালত এ জরিমানা করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা জানান, একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া পরিচালনা করে আসছে। এছাড়াও অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমান আদালত নিশ্চিত হন পরীক্ষা ছাড়াও ভূয়া টেস্ট দিচ্ছে হবিগঞ্জ হসপিটাল। অভিযান পরিচালনাকালে দায়িত্বশীল মেডিক্যাল প্র্যাক্টিশনারের অনুপস্থিতি পাওয়া যায়। এ কারণে হবিগঞ্জ হসপিটালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভূয়া টেস্টের পরীক্ষাগার বন্ধ করে দেয়া হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com