স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে তরফদার ট্রাস্ট এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। গত ৩ আগস্ট তরফদার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার নিজে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৭টি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ পরেশ, ডাঃ মৌসুমী ভদ্র, দৈনিক হবিগঞ্জের মুখ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, মাহিন তরফদার, আরিফ তরফদার প্রমূখ।
তরফদার ট্রাস্টের পক্ষে আরিফ তরফদার জানান, বর্তমানে আমরা সবাই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সবাই এই করোনা ক্রান্তিকালে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। সব কিছু মাথায় রেখে আমরা তরফদার ট্রাস্ট এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি’র পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, এন-৯৫ মাস্কস, কেএন ৯৫ মাস্ক, পালস অক্সিমিটার, আইশিল্ড, গ্লাভস এবং কিছু পিপিই হবিগঞ্জ সদর হাসপাতাল, চুনারুঘাট, বাহুবল, লাখাই, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দান করে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। আমরা এই কাজটি সম্পূর্র্ণ হবিগঞ্জবাসীর এই ক্রান্তিকালের কথা মাথায় রেখে করেছি। এছাড়া হবিগঞ্জ সদর উপজেলাবাসীদের জন্য আমরা ২টি অক্সিজেন সিলিন্ডার সার্বক্ষণিক তরফদার হিয়ারিং সেন্টার রাজনগর আবাসিক এলাকা সম্পূর্ণ বিনামূল্যে মজুদ রেখেছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com