নুর উদ্দিন সুমন ॥ শায়েস্তাগঞ্জে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুঠিরগাও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে এমরান মিয়া (২২), শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের আব্দুল করিম মধু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০) ও মাদক মামলার পলাতক আসামী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দক্ষিন লেন্জাপাড়ার আব্দুল হামিদের ছেলে মোঃ শাহিন মিয়া (৪০)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ দক্ষিণ লেন্জাপাড়া রেললাইন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ এমরান ও জুয়েলকে আটক করে।
ওসি মো: মোজাম্মেল হোসেন বলেন, মাদকের বিষাক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে কাজ করছি, যে কোন মুল্যে মাদকমুক্ত শায়েস্তাগঞ্জ চাই। কাউকে ছাড় দেয়া হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com