আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ সদর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নিম্নমানের মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রী ও মূল্য বেশি রাখার দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদন্ড করেন। গত বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
আজমিরীগঞ্জ সদর বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাজারের চর বাজারে মেসার্স সুধন কুড়িকে ৫ হাজার টাকা, সানজানা ও আনমনা সু স্টোরকে জুতার দাম বেশি রাখা ও খাতায় সঠিকভাবে লিপিবদ্ধ না করায় ২ হাজার টাকা, পিংকি সু স্টোরকে ২ হাজার টাকা, লালমিয়া বাজারে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুদ রাখার দায়ে বিসমিল্লাহ স্টোরকে ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া বিপুল পরিমাণ নিম্নমানের সেমাই জব্দ করে প্রকাশ্যে বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, ভোক্তা অধিকার আইনে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়া বাজারে রাস্তার পাশে নিম্নমানের খোলা সেমাই জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এসআই বিদ্যুত কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।