স্বপন বণিক ॥ বানিয়াচঙ্গের মুরাদপুর হাওরে নৌকাডুবির ঘটনায় দুলেনা আক্তার (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই ও তার সন্তান নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত দুলেনা আক্তার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা-হুকড়া গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে। এছাড়া নিখোঁজ দুইজন হলেন- নিহতের বড় ভাই আলী নূর (৪৫) এবং শিশুপুত্র খোকন মিয়া (৫)। নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকি করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন।
নিহত ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন। তিনি জানান- ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা ৭/৮ জন যাত্রী নিয়ে শিবপাশা থেকে বানিয়াচঙ্গের মুরাদপুর ইউনিয়নের রহমতপুর যাচ্ছিল। এ সময় রহমতপুর গ্রামের কাছে পৌঁছলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। হাওরে থাকা লোকজন তাৎক্ষণিক ২/৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলেনা আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু ঘটনার ২ ঘন্টা অতিবাহিত হলেও ভাই ও ভাইর ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওসি জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আজ সকালে আবারো উদ্ধার অভিযান শুরু করা হবে।