নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় দুই পথচারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একজন হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আব্দুল আওয়াল (৪৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ গোলচত্তর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি গাড়ি নতুনব্রিজ এলাকায় এসে ব্রেক ফেল করে পথচারীদের চাপা দিয়ে দাঁড়িয়ে থাকা ঢাকা এক্সপ্রেস নামে আরেকটি যাত্রীবাহী বাসকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে দুই পথচারী নিহত এবং ১০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায় এবং নিহতের লাশ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার ফলে প্রায় ঘন্টাখানেক যানচলাচল বন্ধ থাকে। এতে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক খবর পেয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। তবে দুটি বাসেরই চালক পালিয়ে গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com