স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে ভাইয়ের টেটার আঘাতে মামুন মিয়া (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, আব্দুল জলিলের পুত্র মামুনের সাথে তাহের মিয়ার পুত্র তার চাচাতো ভাই কাজল মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় মামুনের গলায় টেটা দিয়ে কাজল আঘাত করে। এতে সে টেটাবিদ্ধ হয়। প্রথমে তাকে সদর হাসপাতালে ও পরে সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com