আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া চিকিৎসা শেষে গত মঙ্গলবার বাসায় ফিরেন। তিনি দীর্ঘদিন যাবত উভয় পায়ের হাঁটুর ব্যাথায় ভুগছিলেন। অনেক চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় গত ১৯ জানুয়ারি ঢাকায় এ্যাপোলো হাসপাতালে তার উভয় পায়ের হাঁটুতে অস্ত্রোপাচার করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ তার বাসায় তাকে দেখতে যান। সফলভাবে অস্ত্রোপাচার সম্পন্ন হওয়ায় নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। তার চিকিৎসাকালীন সময়ে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মুসল্লিবৃন্দ এবং দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করায় তিনি ও তার পরিবার এবং সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পরিশেষে তার সম্পূর্ণ সুস্থতা কামনা করে পবিত্র মিলাদ মাহফিল শেষে মোনাজাত করেন উস্তাদুল উলামা আল্লামা ফরিদ উদ্দিন আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার আলম, মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, মাওঃ কাজী এম.এ জলিল, মাওঃ আবু তৈয়ব মুজাহিদী, মাওঃ মোঃ শাহআলম, মাওঃ মোঃ আব্দুল আজিজ, মাওঃ খুর্শেদ আলম, মাওঃ আব্দুল ওয়াদুদ, হাফেজ সুমন আহমদ, হাফেজ রুকুনুজ্জামান, হাজী মোঃ আঃ শহীদ, হাজী আহসান উল্লা, আলহাজ্ব মনসুর আলী কুটি, শায়ের মোঃ আব্দুর রহমান, মোঃ নুর ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি