স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের নাচঘর এলাকা থেকে ভারতীয় ফেনসিডিলসহ সুজন রায় (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গুরদীঘি তেলিহাটি গ্রামের কাজল রায়ের ছেলে। সে কিশোরগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের নগুয়া এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ওই এলাকায় অভিযান চালিয়ে ৩১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সুজনকে গ্রেফতার করেন। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com