স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যাগে জাতীয় প্রেসক্লাবে গতকাল সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। সুজাত আহমেদ চৌধুরী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও অ্যাডভোকেট কানিজ রেহনুমা রব্বানী ভাষার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মো: নাসিম এমপি। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সুনামগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com