হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট অনুমোদিত ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে ১৫টি বেসরকারি কলেজ সরকারিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজের নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপসহ কলেজসমূহের পরিদর্শন প্রতিবেদন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পাঠাতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরকে এ নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে। কলেজগুলো হলো- ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ফরিদপুর বোয়ালমারির বঙ্গবন্ধু কলেজ খরসূতী, রাজবাড়ী পাংশার জাতির জনক বঙ্গবন্ধু কলেজ, মাদারীপুর সদরের ছিলাচর বালিকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ, রাজৈরের শেখ রাসেল মহাবিদ্যালয়, বাগেরহাট মোংলা পোর্টের বঙ্গবন্ধু মহিলা কলেজ, ঝিনাইদহ কালিগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল মহাবিদ্যালয়, মহেশপুরের শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজ, মাগুরা শ্রীপুরের বঙ্গবন্ধু কলেজ, বরিশাল মেহেন্দিগঞ্জের দেশরতœ শেখ হাসিনা মহাবিদ্যালয়, জামালপুর মেলান্দহের বঙ্গবন্ধু কলেজ ঝাউগড়া ও শেখ কামাল কলেজ, নীলফামারীর ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় ও জলঢাকার শিমুলবাড়ি বঙ্গবন্ধু ডিগ্রি মহাবিদ্যালয় এবং দিনাজপুরের ফুলবাড়ির বঙ্গবন্ধু কলেজ চিন্তামন।