স্টাফ রিপোর্টার ॥ প্রতিটি পরিবার সমাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র সংগঠন। সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব তখনই হবে যখন প্রতিটি পরিবার অপরাধের কুফল সম্পর্কে অবগত হয়ে ব্যবস্থা নিবেন। এই পরিবারের মূল চালিকা শক্তিই হচ্ছে মা। গতকাল সোমবার বানিয়াচং উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অরিক্তি পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন- একজন মা-ই পারেন তার স্বামী, সন্তানদের সঠিক পথ দেখাতে তাঁর আপন মহিমা ও মমতা দিয়ে। তিনি বলেন, মায়েদের সাথে কথা বলতে পেরে অনেক ভাল লাগছে। কিছু সামাজিক বিশৃঙ্খলাকারীর নাম পেয়েছি। তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিশিষ্ট মুরুব্বী আব্দুর রবের সভাপতিত্বে ও আবু ছালেহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোলাম আকবর চৌধুরী, মোঃ এনামুল হক চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আমীন, মোঃ সালেহ উদ্দিন, সলিমা তালুকদার, এয়তোষ সরকার প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com