‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ প্রতিটি মানুষের জীবন মূল্যবান। সড়ক মহাসড়কে গাড়ি চালানোর সময় প্রতিযোগিতা না করে প্রতিটি মানুষের জীবনকে মূল্যবান মনে করে গাড়ি চালাতে হবে। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি প্রতিযোগিতার মনোভাব পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ট্রাফিক সিগন্যাল সম্পর্কে আরো জ্ঞান অর্জন করতে হবে। সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ যুব উন্নয়ন কনফারেন্স রুমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) হবিগঞ্জ আয়োজিত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার এসব কথা বলেন। বিআরটিএ’র উপ-পরিচালক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে¡ ও মটরযান পরিদর্শক শরফ উদ্দিন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ বাধন আচার্য্য, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফখরউদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ তুহিন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি