এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা চলে দুপুর ১টা পর্যন্ত। এবার এসসি পরীক্ষায় ৩২টি কেন্দ্রে ২৫ হাজার ২৬ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ২৪ হাজার ৯৬০ জন। ৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আর দাখিলে হবিগঞ্জের ১০টি কেন্দ্রে ৩ হাজার ৪০৬ পরীক্ষার্থী থাকলেও ৩ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। ১৭ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। ভোকেশনালের ৪৭১ জনের মধ্যে ৪৬৪ পরীক্ষায় অংশ নিয়েছেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১ম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com