হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৫৮ জন পরীক্ষার্থী। আর হবিগঞ্জে অনুপস্থিত ছিল ৬৫ জন। তবে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। হবিগঞ্জে ৩১ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ১৯৮ জন। এরমধ্যে ১৯ হাজার ১৩৩ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৬৫ জন।
সোমবার সিলেট শিক্ষাবোর্ডের অধীন ১৪৬ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এ বিষয়ে পরীক্ষার্থী ছিল ৯২ হাজার ২২৬ জন। এদের মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯১ হাজার ৮৬৮ জন। অর্থাৎ প্রথম দিনেই অনুপস্থিত ৩৫৮ জন।
এবার শারীরিক, শ্রবণ প্রতিবন্ধী ও অটিস্টিক ২৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আবেদন করেছে। মানবিক কারণে তাদের আলাদাভাবে পরীক্ষা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com