স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী আজমিরীগঞ্জের সৌলরী গ্রামে নানা ও নানীর কবর জিয়ারত করেছেন। জিয়ারতকালে মুক্তিযোদ্ধা কমান্ডার ও ভাষা সৈনিক ফজলুর রহমান চৌধুরী, সহোদর যুক্তরাষ্ট্র বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউইয়র্ক প্রবাসী আবু সাঈদ চৌধুরী, ফজলুর রহমান চৌধুরীর ছেলে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলাউদ্দিন কাঞ্জনপুরী। এর আগে শিবপাশা বাজার থেকে অ্যাডভোকেট আলমগীর চৌধুরীকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ দলের নেতাকর্মীরা অভ্যর্থনা জানিয়ে সৌলরী নিয়ে যান। দলীয় কার্যালয়ে তাকে অভিনন্দন জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মিয়া। সৌলরী গ্রামের চৌধুরী বাড়ির সামনে পথসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, দুর্নীতিবাজ, ভূমিদস্যু ও চাটুকারদের আওয়ামী লীগে স্থান হবে না। তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকব, বানিয়াচং ও আজমিরীগঞ্জাবাসীর পাশে থাকব।
প্রসঙ্গত, অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী আজমিরীগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার ও ভাষা সৈনিক ফজলুর রহমান চৌধুরীর ভাগ্নে।
সৌলরী গ্রামে পথসভায় আলমগীর চৌধুরী
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com