৯৯৯ এ কল করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাণিজ্য মেলায় আসা দুই কলেজ ছাত্রীকে প্রেম নিবেদন করে ফ্যাঁসে গেছে দুই যুবক। ওই দুই যুবককে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন এ জরিমানা আদায় করেন। দন্ডপ্রাপ্তরা হলো হবিগঞ্জ শহরের উমেদনগরের আসিক ওরফে মজনু (২৫) ও সাইদুর বারী শুভন (২৫)।
হবিগঞ্জ সদর থানার এসআই আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের নিউফিল্ড মাঠে বাণিজ্য মেলায় জনৈক দুই কলেজ ছাত্রীকে প্রেম নিবেদন করে তারা (দুই যুবক)। এসময় কৌশলে জনৈক এক ছাত্রী ৯৯৯ এ কল করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদেরকে অর্থদন্ড করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com