চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে অ্যাডভোকেট শাহ মশিউর রহমানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ, হামলাকালে ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে। শুধু তাই নয় হামলা করে ফেরার পথে বাড়ির পাশে থাকা খড়ের গাঁদায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করে। শনিবার দিবাগত রাত ১১টায় উপজেলার কেউন্দা গ্রামের শাহ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেউন্দা গ্রামের শাহ মোঃ মশিউর রহমানের সাথে একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মঞ্জু মিয়া গংদের বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার গ্রাম্য মুরুব্বীরা শালিসে বসলেও কোন সুরাহা হয়নি। এ নিয়ে দু’পক্ষে একাধিক মামলাও রয়েছে। শাহ মোঃ মশিউর রহমানের ধারণা এর জের ধরেই বাড়িতে হামলা, ভাংচুর ও খড়ের গাদায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এদিকে হামলার খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে অ্যাডভোকেট শাহ মশিউর রহমান বলেন- আমাদের শাহ বাড়ির যাতায়াতের একমাত্র রাস্তাটি মঞ্জু মিয়া গং কেটে ছোট করে দিয়েছে। এতে আমাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এর প্রতিবাদ করেও কোন ফল পাইনি। এলাকার মুরুব্বীরা এ বিষয়টি নিয়ে একাধিকবার শালিস বিচার করলেও তারা বিচার মানতে নারাজ। তার ধারণা এর জের ধরেই তাদের বাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com