অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ ও তৈরী বিস্কুটে মেয়াদ নেই
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় বেকারিতে অপরিচ্ছন্নতা, নোংরা পরিবেশ ও তৈরী বিস্কুটের মেয়াদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজারে মায়ের দোয়া বেকারিকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার। এছাড়াও পৌর শহরের প্রধান সড়কের ফুটপাতে ভাসমান ব্যবসায়ীদের সর্তক করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় এ বেকারিকে জরিমানা করা হয়েছে এবং শহরের ফুটপাত দিয়ে জনসাধারণ চলাচলে ব্যাঘাত সৃষ্টি করায় ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সর্তক করা হয়। পাশাপাশি লোক চলাচলের রাস্তা অর্থাৎ ফুটপাত থেকে তাদের দোকান সরিয়ে নিতে বলা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com