চুনারুঘাট প্রতিনিধি ॥ অরাজনৈতিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ও দরিদ্র জনগোষ্ঠীর ভবিষ্যৎ জীবনমান উন্নয়ন করা মূল লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে মরহুম প্রবাসী রিপনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও চুনারুঘাট প্রবাসী গ্রুপের উদ্যোগে ৪শ’ শীতার্ত নারী-পুরুষকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২টায় চুনারুঘাটের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। প্রবাসী গ্রুপের যুগ্ম আহবায়ক কেএম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মীর রাজিব এবং সোনালী প্রত্যাশা সামাজিক সংগঠনের সহ-সভাপতি ফয়সাল আহমেদ তুষার এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, পৌর কাউন্সিলর মরতুজ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, দেওরগাছ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল আলী লাল মিয়া, ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট অধ্যক্ষ ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট সি.সি.টি.এন’র ব্যবস্থাপক নাসির উদ্দিন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি খন্দকার আলাউদ্দিন, ঠিকাদার আব্দুল হামিদ, সোনালী প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি তৌফিক মজুমদার, প্রবাসী গ্রুপের সদস্য শেকুল ইসলাম, সাজু আহমেদ ও আকতার মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ রানীগাঁও এবি শাখার ম্যানেজার নাছির চৌধুরী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মামুনুল ইসলাম নুরুল, আক্তার হোসেন, মুজিবুল হক নাসির, আশিকুর রহমান আশিক, জাহাঙ্গীর আলম, মীর সফর আলী, নুরুল ইসলাম, মীর সাগর, আফজাল মিয়া, মীর সজিব, রায়হান, জয়নাল মিয়া তালুকদার, আল-আমিন, রুবেল, ইমরুল, সাব্বির লস্কর, মীর শান্ত, তৈয়ব আলী, মীর সৌরভ, মীর সবুজ, মহিবুর রহমান ফয়সাল প্রমূখ।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত চুনারুঘাট উপজেলার প্রবাসীরা অনলাইন যোগাযোগের মাধ্যমে এ সংগঠন গড়ে তুলেন। সংগঠনের আহবায়ক নিজাম উদ্দিন হৃদয়, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রউফ জুয়েল, যুগ্ম আহবায়ক মাসুক মিয়া জানান, আমরা মানবতার কল্যানে কাজ করার লক্ষ্যে এই সংগঠন তৈরী করেছি। সামনে আমাদের প্রবাসী প্রুপের মাধ্যমে চুনারুঘাট উপজেলায় ১০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও চুনারুঘাটের অসহায় মানুষদের নিয়ে আমাদের অনেক ধরণের ভবিষৎ পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এই কাজগুলো বাস্তবায়ন করা হবে।