স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করবে হবিগঞ্জ পুলিশ প্রশাসন। এ উপলক্ষে সোমবার বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তার কার্যালয়ে এক পরামর্শ সভার আয়োজন করেন। পরামর্শ সভায় পুলিশ সুপার জানান, আগামী শাওন মাসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে। ৩টি ক্যাটাগরিতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরুষদের জন্য ২টি ক্যাটাগরি এবং মেয়েদের জন্য ১টি ক্যাটাগরি। যেহেতু হবিগঞ্জে মেয়েদের নৌকাবাইচ প্রতিযোগিতা কখনও হয়নি, সেখানে আর মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে না। প্রতিযোগিতায় পুরুষ ডিঙ্গি নৌকা মাঝির সংখ্যা ১ জন ও মাল্লার সংখ্যা ৭ জন থাকবে। প্রতিযোগিতায় বড় নৌকাগুলোতে মাঝি মাল্লা মিলিয়ে ৫০ জন বাইচে থাকবেন। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম রাজু আহমেদ, সহকারি পুলিশ সুপার মানছুরা আক্তার, ডাঃ অসিত রঞ্জন দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, ডিআইও-২ মোঃ আনিসুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com