ভয়ে ওই ব্যবসায়ী তার সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন

মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরতলীর পইল গ্রামের এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। চাঁদা না দিলে ওই ব্যবসায়ীর স্কুলপড়–য়া দুই সন্তানকে হত্যার হুমকি দিয়েছে চাঁদাবাজ। এ ব্যাপারে পইল গ্রামের ধান-চাউল ব্যবসায়ী জেনাব আলী হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি পইল পশ্চিমপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে।
অভিযোগে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে ব্যবসায়ী জেনাব আলীর মুঠোফোনে একটি কল আসে। কলকারী নিজেকে হবিগঞ্জ জুনিয়র স্কুলের প্রধানের পরিচয় দেন। এসময় ব্যবসায়ী জেনাব আলীকে ৪ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে ৫ লাখ টাকা দেয়ার জন্য বলা হয়। তা না হলে তার দুই স্কুলপড়–য়া সন্তান লিপি আক্তার ও তানভীর আহমেদকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। এ কথা বলেই হুমকিদাতা ফোনের সংযোগ কেটে দেন। এ অবস্থায় মারাত্মক শঙ্কায় দিন কাটাচ্ছেন ব্যবসায়ী জেনাব আলী। ভয়ে তিনি তার সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। গতকাল সোমবার হবিগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত পরিচয়ের হুমকিদাতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন জেনাব আলী।
হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই মোঃ মফিজ মিয়া অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।