স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে ভূমি নিয়ে ২১ বছরের পারিবারিক বিরোধ নিষ্পত্তি করে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম (পিপিএম)। গতকাল সোমবার তার কার্যালয়ে উভয়পক্ষকে নিয়ে শালিস বৈঠকে এ বিরোধ নিষ্পত্তি করেন তিনি। পশ্চিম ভাদৈ গ্রামের গহর আলীর ছেলে ইসহাকআলী, আরজত আলীর মা ও মৃত আব্দুল জব্বার নালিশি ভূমির মালিক ও দখলদার ছিলেন। এসএ রেকর্ড অনুযায়ী ভূমি ইসহাক আলী, আরজত আলীর নানা ও তার ভাই মমতাজ উল্লাহ’র নামে ন্যায্য হিস্যা রেকর্ড হয়। আরএস জরিপে ওয়্তুপ শিল্পনীতি ভূমি এসএ রেকর্ড অনুযায়ী উভয় মালিকের ওয়ারিশগণের নামে সমান রেকর্ড হয়। উক্ত মোকদ্দমা তফসিলের বাইরে ভূমি ভোগদখলে বাধা প্রদান করে আসছেন মমতাজ উল্ল্যাহ’র ছেলে আব্দুল খালেক, আব্দুল বারেক গং। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ২১ বছর ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপারের বরাবর আবেদন করেন ইসহাক আলী, আরজত আলীসহ তার মা মোসাম্মৎ আবিদা খাতুন। তাদের আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে ডেকে তার অফিসে এনে সমঝোতা বৈঠকে বসেন অতিরিক্ত পুলিশ সুপার। সমঝোতা বৈঠকে আলোচনার ভিত্তিতে উভয়পক্ষের বিরোধ নিষ্পত্তি করে দেয়া হয়। এর মাধ্যমে দীর্ঘ ২১ বছরের পারিবারিক বিরোধ নিষ্পত্তি হয়েছে। বিরোধ নিষ্পত্তিকালে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের আওতায় উভয়পক্ষকে নিয়ে সমঝোতায় বসে বিরোধ নিষ্পত্তি করেছি। এর মাধ্যমে ২১ বছরের বিরোধ নিষ্পত্তি করা হলো। তিনি বলেন, আমার বিশ্বাস প্রশাসনের কর্মকর্তাগণ আন্তরিক হলে মামলা মোকদ্দমা ছাড়াই এরূপ অনেক সমস্যার সমাধান করা সম্ভব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com