স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত পুলিশ সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে কনস্টেবল রাহাত ও কনস্টেবল ইফতি চমৎকার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়। হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক পুলিশ সদস্য ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম, পিপিএম)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, জেলার প্রত্যেকটি পুলিশ সদস্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে থাকেন। তাদের এই পরিশ্রমের ফলে হবিগঞ্জ জেলার আইন-শৃংখলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে, যা আইজিপি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রশংসিত হয়েছে। উক্ত ব্যাডমিন্টন খেলা আয়োজনের মাধ্যমে জেলার প্রত্যেকটি পুলিশ সদস্যের মনোবল আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা পদক লাভ করায় তাকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এসএম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) রবিউল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ নাজিম উদ্দিন, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার তৃপ্তি মন্ডল ও মানছুরা আক্তার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
খেলায় হবিগঞ্জ জেলার ০৯টি থানাসহ অন্যান্য পুলিশ ইউনিটের মোট ২০টি টিম অংশ নেয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com