নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর কবরস্থানের উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী ও ভূমিদাতা লন্ডন প্রবাসী ফুল মিয়া এর উদ্বোধন করেন। শুক্রবার বিকালে পৌর এলাকার গন্ধ্যা-ছালামতপুর বাইপাস সড়কের পাশে নির্মিত পৌর কবরস্থান, কবরস্থানের প্রধান ফটকসহ সীমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবরস্থানের ভুমি দাতা লন্ডন প্রবাসী ফুল মিয়া, কমিউনিটি লিডার কামরুল ইসলাম চুনু, আবু তাহের, কাউন্সিলর কবির মিয়া, জাকির হোসেন, সুন্দর আলী, প্রানেশ চন্দ্র দেব, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, উপ-সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, কার্য সহকারী আবু মুছা, আবুল কাশেম, রুবেল আহমদ, মাওলানা মোস্তাফা আল হাদী প্রমূখ।
প্রসঙ্গত, নবীগঞ্জ পৌর এলাকায় সরকারি কোন কবরস্থান না থাকায় নবীগঞ্জের কৃতি সন্তান লন্ডন প্রবাসী ফুল মিয়া পৌর কবরস্থানের জন্য ৪৫ শতক ভূমি দান করেন। পরে পৌর পরিষদ রাজস্ব তহবিল থেকে প্রায় ১৫ লাখ টাকার টেন্ডারের মাধ্যমে বাউন্ডারী ওয়াল ও মাটি ভরাটের কাজ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com