স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় বানিয়াচঙ্গ থানা পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অন্তত ৫ শ’ লোককে আসামী করে মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার বানিয়াচং থানার এসআই ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত এজহারভূক্ত ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, মাইজের মহল্লা গ্রামের রিয়াজ মিয়া (২০), প্রথমরেখ গ্রামের নাজমুল হোসেন (২১), আলমগীর (২২), নজরুল হোসাইন (২২), সিজিল মিয়া (৫০), পারভেজ (১৯), দোয়াখানী গ্রামের ফয়সল (১৯), কুদরত আলী (৪৯), যাত্রাপাশা গ্রামের এখলাছ মিয়া (৩৫), নানু মিয়া (৩৬), দক্ষিণ নন্দীপাড়া গ্রামের আবু হাম্মাদ হাদী (২৪)।
এদিকে মামলা দায়েরের পর গ্রেফতার আতঙ্কে প্রথমরেখ ও দোয়াখানী গ্রাম দুটি পুরুষশূন্য হয়ে পড়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বানিয়াচঙ্গ উপজেলার শরীফ উদ্দিন সড়কের বৈঠাখালী নামকস্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমরেখ ও দোয়াখানী গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত বলেন, যেকোন ধরনের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ঘটনার মূল হোতাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।