সংবাদদাতা ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া সাদিয়া রায়ধর হবিগঞ্জের বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে। বাদ জোহর মাদরাসা সংলগ্ন ময়দান অনুষ্ঠিত সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল্যবান বয়ান রাখবেন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, হযরত মাওলানা মুফতি মুশতাকুন্নবী কুমিল্লা, হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী, হযরত মাওলানা লোকমান সাদী ঢাকা, হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম হবিগঞ্জ, হযরত মাওলানা হাচ্ছান সাদী ঢাকা, হযরত মাওলানা সাইফুল ইসলাম ঢাকা, হযরত মাওলানা খাদেমুল ইসলাম নাটোর, হযরত মাওলানা রফিকুল ইসলাম হরষপুরী, হযরত মাওলানা মুশতাক আহমদ খান ঢাকা, হযরত মাওলানা জাবের আল হুদা হবিগঞ্জসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাগণ। সম্মেলনে সভাপতিত্ব করবেন খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন শায়খে পুরান গাঁও। এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু সালেহ সাদী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com