দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ শহরের আমির চান সংলগ্ন হবিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলর গৌতম কুমার রায়ের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, রোটারিয়ান আব্দুর রাজ্জাক, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ কায়ছার রহমান, তুহিন খান, ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা গুলনাহার, প্রবাসী কয়েছ চৌধুরী, মোঃ এমরান। আলোচনা শেষে শতাধিক ব্যক্তির হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি আল-আমিন হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাকিল আহমেদ চৌধুরী, পাপলু রহমান ভূইয়া, আব্দুর জব্বার, মোজাম্মেল হক নাহিদ, আশিকুল হক শুভ, নির্জন তালুকদার, রাকিব আজাদ, আকিকুর রহমান অনিক, শহীদুল ইসলাম, রাজন দেব, আজিজুর রহমান রবিন প্রমূখ। সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, মাদক ছেড়ে মানবতার কল্যানে যুব সমাজকে কাজ করতে হবে। তাহলেই আমাদের এই দেশ হয়ে উঠবে সুন্দর ও সমৃদ্ধময় সোনার বাংলাদেশ।