স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভোটের অধিকার দিয়েছেন এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান, রেশন সুবিধা, লেখাপড়ার সুবিধা, চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছেন। চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান সহ দেশের সকল পর্যটন স্পটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি টাকা প্রদান করেছেন। তিনি শুক্রবার সকালে মাধবপুর উপজেলা মিলনায়তনে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দীন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার, চেয়ারম্যান শফিকুল ইসলাম, তৌফিকুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সুকোমল রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান, মিজানুর রহমান, আইয়ুব খান চা শ্রমিক নেতা প্রদীপ গৌর, মীরা কৈরি, দুলাল ঘোষ, রবীন্দ্র বেলি প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার ৫টি চা বাগানের ৩ হাজার ৭শ’ ৪৯ জন শ্রমিকদের মাঝে ১ কোটি ২৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে ॥ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com