মোহাম্মদ শাহ্ আলম ॥ লাখাইর পশ্চিম বুল্লা গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আইনজীবীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্মরত এএসআই নেছার উদ্দিন জানান, লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আব্দুর খালেক মিয়ার সাথে জমি নিয়ে একই গ্রামের সাজিদ মিয়ার বিরোধ রয়েছে। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আইনজীবী, নারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে অ্যাডভোকেট আতাউর রহমান (২৬), রবিউর রহমান (৩৫), জুনু আক্তার (৩০) আব্দুর আজিজ (৪০), আব্দুর খালেক (৫৫), বাজিদ মিয়া (৪০) ও কাদির মিয়াকে (৪৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com