হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে জনসাধারণের অনধিকার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে কেন্দ্রের ২শ’ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com