স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি’র (এরশাদ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল। এর আগে তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দীর্ঘদিনের পরিক্ষিত নেতা, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির ৬ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। শুধু সাধারণ সম্পাদক নয়, বিভিন্ন সময়ে দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে জাতীয় পার্টির পতাকা বহন করে চলেছেন তিনি। সম্প্রতি তার কাজের স্বীকৃতি হিসেবে দলের চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি ও জাতীয় সংসদের চীফ হুইপ মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি তাকে সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করেন।
এক প্রতিক্রিয়ায় শংকর পাল বলেন, মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে আমি জাতীয় পার্টি করে আসছি। পল্লীবন্ধুর ছোট ভাই বর্তমান চেয়ারম্যান জাতীয় সংদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের অত্যন্ত দক্ষতার সাথে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অপরদিকে অত্যন্ত দক্ষতার সাথে দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি। তারা আমাকে কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক পদে মনোনীত করে যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন আমি যেন সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তাকে এ পদে মনোনীত করায় দলের চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি’র প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি দলকে সুসংগঠিত করতে তিনি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com