স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটে চিকিৎসাধিন অবস্থায় হবিগঞ্জ কারাগারের কয়েদি তাহের মিয়া (৫০) মারা গেছেন। বুধবার বিকেলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মৃত তোরাব আলীর পুত্র। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ কারাগারের সুপার জানান, ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাহের মিয়া। গত ১ মাস ধরে সে কারাগারে রয়েছে। মঙ্গলবার রাতে কারাগারে সে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট প্রেরণ করা হয়। বুধবার বিকেলে সে মারা যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com