স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিন হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে খোরশেদ আলম নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়না তদন্ত শেষে জেরিনের লাশ দাফনকালে নিহতের আত্মীয় স্বজন ও উপস্থিত এলাকাবাসী তাকে আটক করেন। আটককৃত খোরশেদ আলম ধল গ্রামের আনোয়ার আলীর ছেলে।
এ ব্যাপারে নিহত জেরিনের চাচাত ভাই আব্দুল মমিন মিজান জানান, আটককৃত খোরশেদ আলমও জেরিনকে উত্ত্যক্ত করতো। জেরিন হত্যার পর থেকে সে সন্দেহজনক চলাফেরা করছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার রহস্য উদঘাটন করা যাবে তিনি মনে করেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, ময়না তদন্ত শেষে লাশ দাফনকালে তুচ্ছ বিষয় নিয়ে জেরিনের স্বজনদের সাথে খোরশেদের তর্কবির্তক হয়। এক পর্যায়ে তারা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com