হবিগঞ্জ শহরের ব্যাকরোড ধুলো-বালিমুক্তকরনের জন্য পরিচ্ছন্নতা কাজ চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার ওই পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। সম্প্রতি শহরে ব্যাপকভাবে ট্রাক্টর চলাচলের কারনে ব্যাকরোডে মাটি ও ধুলাবালির আস্তরণ জমে। ধুলোবালির কারণে জনগণ ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। আর দুর্ভোগ লাঘবে ব্যাকরোড পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার ভোর হতে পরিচ্ছন্নকর্মীরা ব্যাকরোড পরিচ্ছন্ন করার কাজ শুরু করে। তাদের কাজ পরিদর্শন করেন মেয়র।
মেয়র মোঃ মিজানুর রহমান মিজান বলেন, শহরবাসীকে ধুলাবালিমুক্ত করতে পৌরসভা ইতিমধ্যে ওয়াটার স্প্রে ট্রাক সার্ভিস চালু করেছে। এই সার্ভিসের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে পানি ছিটানো হচ্ছে। এছাড়াও রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে পৌরসভার নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।